| |

Ad

চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

আপডেটঃ ৪:৫৮ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৫, ২০১৯

চাঁপাইনবাবগঞ্জ  প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখলেশুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা ড. নজরুল ইসলাম, উপকারভোগী কৃষক মো. রেজাউল করিম প্রমুখ। 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সলেহ আকরাম। পরে, প্রধান অতিথি ৬’শ কৃষকের মাঝে প্রতিজনকে মাসকলাই বীজ ৫ কেজি, ডিএপি সার ৫ কেজি ও এমওপি সার ৫ কেজি করে বিতরণ করেন।
প্রান্তিক চাষিদের চাষাবাদের উৎসাহ বাড়ানোর লক্ষ্যে সরকার কৃষি প্রণোদনা হিসেবে কৃষকদের মাঝে মাসকলাই বীজ বিতরণের উদ্যোগে নেয় উপজেলা কৃষি বিভাগ।