| |

Ad

কাদেরই জাতীয় পার্টির চেয়ারম্যান : মাসুদা এম রশীদ

আপডেটঃ ৫:২৪ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৫, ২০১৯

জাতীয় পার্টির দলীয় সংবিধান অনুযায়ী গোলাম মোহাম্মদ কাদেরই চেয়ারম্যান বলে দাবি করেছেন দলের মহিলা সংসদ সদস্য মাসুদা এম রশীদ চৌধুরী।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।

মাসুদা এম রশীদ চৌধুরী বলেন, রওশন এরশাদ আমাদের সকলের শ্রদ্ধাভাজন। কিন্তু মরহুম হুসেইন মুহাম্মাদ এরশাদ এর স্ব-হস্তে লিখিত নির্দেশে জি এম কাদেরই জাতীয় পার্টির চেয়ারম্যান। এছাড়া পরবর্তিতে প্রেসিডিয়াম সদস্য ও সাংসদের যৌথ সভাতেও আমরা তাকেই চেয়ারম্যান নির্বাচিত করেছি। বর্তমানে পার্টির সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্য তাকেই সংসদের বিরোধী দলের নেতা মনোনীত করেছি। তাই এই দুই বিষয়ে কারও আর কোন প্রশ্ন তোলার অবকাশ নেই।