| |

Ad

টঙ্গীতে ফেন্সিডিলসহ ৫জন আটক

আপডেটঃ ১:১৮ অপরাহ্ণ | আগস্ট ২৫, ২০১৯

জাহাঙ্গীর আকন্দ, গাজীপুর প্রতিনিধিঃ টঙ্গীতে ৫জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ১ এর সদস্যরা। এরা হলো মেহেদী হাসান মুন্না, সুমন গাজী, বেলাল হোসেন, সোলাইমান আলী ও মো. ফিরোজ। এসময় তাদের কাছ থেকে ৬ শত ৪৪ পিস ফেন্সিডিল জব্দ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে টঙ্গী বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। র‌্যাব ১ এর অধিনায়ক লেঃ কর্ণেল মো. সারওয়ার বিন কাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একটি ট্রাকের উপরে পুড়াতন প্রাইভেটকারে করে মাদকের চালান নিয়ে যাচ্ছে। এসময় র‌্যাব ১ সদস্যরা টঙ্গী বাজার এলাকা থেকে ৫জনকে গ্রেফতার করে। পরে প্রাইভেটকারে তল্লাসী করে ৬শত ৪৪ পিস ফেন্সিডিল জব্দ করা হয়।