| |

Ad

শনিবারের এইচএসসি পরীক্ষা ঘূর্ণিঝড় ফণীর কারণে পিছিয়েছে

আপডেটঃ ৪:৩৯ পূর্বাহ্ণ | মে ০৩, ২০১৯

স্টাফ রিপোর্ট‍ার: ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে শনিবার (৪ মে) এইচএসসি ও সমমানের সব বিষয়ের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। ‍এই পরীক্ষাগুলো আগামী মঙ্গলবার (১৪ মে) একই সময়ে অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার আন্তঃশিক্ষাবোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৪ মের সকালের পরীক্ষাগুলো ১৪ মে সকালে এবং বিকালের পরীক্ষা ওই দিন বিকালে নেয়া হবে।
আগের সূচি অনুযায়ী ৪ মে সকালে উচ্চতর গণিত প্রথম পত্র এবং ইসলাম শিক্ষা প্রথম পত্রের পরীক্ষা ছিল। আর বিকালে ছিল গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা। এ ছাড়া আলিমে ৪ মে জীববিজ্ঞান প্রথম পত্রের (তত্ত্বীয়) সূচি নির্ধারিত ছিল।
তবে নতুন ঘোষণা অনুযায়ী এগুলো ১৪ মে অনুষ্ঠিত হবে। ঘোষণা অনুযায়ী সবগুলো শিক্ষা বোর্ডের পরীক্ষাই পিছিয়ে গেছে।